তুমি চাইলে পেঁজা মেঘগুলো ভাঙবে আজ
তুমি চাইলে দিনব্যাপি বৃষ্টি হবে ;
প্লাবিত হবে কংক্রিট নগর - সবুজ মাঠ।
তুমি চাইলে সাঁতাও নামবে আজ
উর্ধ্ব গগনে সারিবদ্ধ মেঘগুলো ঝড়বে বিরতিহীন।
ভিজবে তুমি ?
বৃষ্টি নামাবো ?
কেমন বৃষ্টি চাও তুমি ?
পরিচলন বৃষ্টি! শৈলোৎক্ষেপ বৃষ্টি! ঘূর্ণি বৃষ্টি!
তুমি যেমন চাও! তেমন বৃষ্টিই নামাবো আমি।
-
তুমি চাইলে দিনব্যাপি বৃষ্টি হবে ;
প্লাবিত হবে কংক্রিট নগর - সবুজ মাঠ।
তুমি চাইলে সাঁতাও নামবে আজ
উর্ধ্ব গগনে সারিবদ্ধ মেঘগুলো ঝড়বে বিরতিহীন।
ভিজবে তুমি ?
বৃষ্টি নামাবো ?
কেমন বৃষ্টি চাও তুমি ?
পরিচলন বৃষ্টি! শৈলোৎক্ষেপ বৃষ্টি! ঘূর্ণি বৃষ্টি!
তুমি যেমন চাও! তেমন বৃষ্টিই নামাবো আমি।
-