পোস্টস

চিন্তা

কোটা সংস্কার আন্দোলন ও আমি

১৭ জুলাই ২০২৪

মোহাম্মদ রাজু

২০১৩ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ বর্ষে অধ্যয়নরত।

আগে পিছে না জেনেই এক বন্ধুর আহ্বানে সাড়া দিয়ে যোগ দেই তৎকালীন কোটা সংস্কার আন্দোলনের মিছিলে। ২০১৩ সালে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ছিল দেশের সরকারি খাতে চাকরি সংক্রান্ত সরকারের নীতির বিরুদ্ধে একটি আন্দোলন।

সেদিন আমরা সফল হইনি। সঠিক পরিকল্পনা ও নেতৃত্বহীন আন্দোলন মারমুখী ছাত্রলীগের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি। মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু হয়ে শাহবাগে যেতেই পুলিশের ধাওয়া খেয়ে আবার মধুমুখী হতেই ছাত্রলীগের ধাওয়া। আমার মিছিলে যাওয়া সেদিনই শেষ হলেও সমন্বয়কারীরা এটি এগিয়ে নিতে পেরেছিলো পরের দুয়েকদিন মাত্র আর। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে সমর্থন থাকলেও সরাসরি অংশগ্রহণ করতে পারিনি নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারণে।

আমরা ব্যর্থ হলেও আজকের তরুণেরা বিজয় ছিনিয়ে আনবেই। হাত পেতে নয় হাত মুঠো করেই বিজয় ছিনিয়ে আনবে দেশমাতৃকার সন্তানেরা।

 

(শুধুমাত্র স্মৃতিচারণের উদ্দেশ্যেই লিখলাম। গত কয়েকদিনের ঘটে যাওয়া ঘটনায় হতবিহ্বল। বিস্তারিত লেখার মতো অবস্থায় নেই।)