পোস্টস

কবিতা

মিথ্যে অহংকার

১৭ জুলাই ২০২৪

ডাঃমোঃ তরিকুল ইসলাম

মূল লেখক ডাঃমোঃ তরিকুল ইসলাম

অহংকারের শরীরে আগুন ধরেছে, বন্ধু! 
নিভিবে কি সহজে,  জলন্ত লাশে ফাগুন এসেছে 
ফুটবেই তা অকপটে

 

দাম্ভিকতার স্বরে কাঁপন এসেছে, দমকা হাওয়ার ঝড়ে
চেপে যাওয়া ক্ষোভ ছড়িয়ে পড়েছে, ফুলকির মত করে


আত্মবিশ্বাসে আজ গুনে ধরেছে,  উই পোকা কেটেছে তলে
দলিত হয়েছে বিশ্বাস আজ, চটেছে সমাজ মিলে

 

হুংকারে আজ চির ধরেছে,  চিপে ধরেছে বুকের মাঝে
জুলুমের যে পতন ঘটেছে, আপন মনের মাঝে

 

শরীরে আজ শক্তি কমেছে বন্ধু; ঠেলা যাচ্ছে না, মিথ্যা মিলে
তবু মুখে হাসি ফুটিয়েছ, কষ্ট নিভানোর ছলে

 

একরোখামি ভুল করিয়েছে, আপন খেয়াল ছলে
ছড়িয়েছে আগুনের ফুলকি, বন্ধু নিভাবে কেমনে?

 

অহংকারে আজ আগুন লেগেছে, নিভিবে কি সহজে?
জলন্ত লাশে ফাগুন এসেছে,  ফুটবেই তা অকপটে!

 

 

ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। তারিখঃ১৬/০৭/২৪, ৩.৪৫ pm