পোস্টস

কবিতা

কোটা সংস্কার

১৭ জুলাই ২০২৪

মোহাম্মাদ শাহা আলম

সংগ্রামের এই পথে,
চলছে যুদ্ধ অবিরত।
কোটা সংস্কারের ডাকে,
জেগেছে জনতা সজাগত।

 
সমতা আর ন্যায়ের খোঁজ,
এগিয়ে চলে তরুণ প্রাণ।
বাংলাদেশের এই আন্দোলন,
হোক না কি সফল গান।


চাকরির বাজারে সবাই,
চায় সুষম অধিকার।
কোটা প্রথার বেড়াজাল,
ভাঙতে হবে এবার।


যোগ্যতার মূল্যায়নে,
মিলুক সবার সম্মান।
বাংলাদেশের এই আন্দোলন,
হোক না কি সফল গান।


শিক্ষা আর মেধার পথে,
নিয়োগ হোক স্বচ্ছ।
কোটা সংস্কারের আলো,
জ্বালুক প্রতিটি বাচ্ছ।


সবার জন্য সমান সুযোগ,
এই হোক নতুন প্রাণ।
বাংলাদেশের এই আন্দোলন,
হোক না কি সফল গান ।