গলা হালকা চড়িয়ে মুখলেস উদ্দিন বললেন- দেখুন জনাব সাদিক আলী, আপনি ছাত্রদের বাংলা ব্যাকরণ পড়ান। এখন যদি কয়েকটা ছাগলকে ব্যাকরণ পড়াতে শুরু করেন তাহলে কি সেটা সম্ভব? সম্ভব না। বড় বেমানান। রীতিমত ফাজলামি।
সাদিক আলী অতি উত্তেজিত হয়ে সটান উঠে দাড়ালেন। তার মানে কি? আমি ছাগল? আমি ডিএনএ বুঝবো না? আরে ভাই ছাগল তো আপনি। ধাড়ি ছাগলের মত আপনারও ছাগুলে দাড়ি। আপনার দাড়ির সংখ্যা ৪১, মতান্তরে ৪৩। ছাগলেরও তাই।
মুখলেস সাহেবও উঠে দাঁড়ালেন। বললেন- আপনি একটা পাগল। গাছুড়ে পাগল। দুঃখের কথা হল আপনার পাগল হয়ে যাবার খবরটা এখনো রাষ্ট্র হয়ে যায়নি।
সাদিক স্যারের গলার রগ ফুলে উঠল উত্তেজনায়। নিজের কলার নিজেই ঝাঁকিয়ে বললেন- আমি পাগল? আপনি তো একটা আস্ত ছাগল। আগেও বলেছি, এখনও বলছি। কারণ আমি যুক্তিবিদ্যা দিয়ে প্রমাণ করে দিতে পারি আপনি একটা আসল ছাগল। মোখলেস উদ্দিনের মুখে এক গোছা টুকরি দাড়ি। ছাগলের মুখেও এক গোছা টুকরি দাড়ি। অতএব মুখলেস উদ্দিনও একটা.....