করোটির ভেজা কাঠে কী কিসিমে লাগালে আগুন
কোনকিছু বুঝবার আগে, জ্বলে পুড়ে হয়ে যাচ্ছি ছাই
কী দাহ তোমার মনে?কতটা বিলাসী হলে অথবা রোষে
পোড়াচ্ছো আমারে তুমি জ্বালানি ছাড়াই।
আমি বলি,
প্রাণের অধিক তুমি, তুমিই রোজ আমার শবে-বরাত
কেন করো রঞ্জিত, নিষেধের নিমখুনে প্রেমের দু'হাত?
_____________________________________________