পোস্টস

চিন্তা

পরাধীন জাতি!

১৭ জুলাই ২০২৪

সাকু মিঞা

মূল লেখক সাকু মিঞা

আলবার্ট আইনস্টাইন বলেছিলেন- এই পৃথিবীতে এমন কোনো ইদুর নেই যে নিজের স্বজাতিকে মারার ফাদ বানায়। তবে মানুষ রয়েছে। যারা নিজ স্বজাতিকে মারার জন্য মরণফাদ তৈরি করে।

কথার সাথে কিছুটা মিল রয়েছে বিশ্বযুদ্ধের সাথে,  কিছুটা পলাশীর যুদ্ধের সাথে আর কিছুটা বর্তমান পরিস্থিতির সাথে।

মানুষ যখন ক্ষমতার নেশায় পরে। তখন তাদের দৃষ্টিভ্রম হয়। তাদের বিবেক ভালোমন্দ বিচার করা বন্ধ করে দেয়। এরকম একটা গল্প রয়েছে। কোনো এক গ্রামের কোনো এক বাড়িতে বাড়ির লোকেরা পুকুর পারে গিয়েছিলো জল আনার জন্য। ঠিক সেই মুহুর্তে বাড়িতে প্রবেশ করে একটি বিষাক্ত সাপ। তাদের বাড়িতে একটা পোষা কুকুর ছিলো। সাপটি যখন বাচ্চাটিকে আক্রমন করবে ঠিক তখনই কুকুরটি সাপটির ওপর হামলা করে। এবং সাপটিকে মেরে ফেলে। এবং বাচ্চাটিকে বাচিয়ে নেয়। এর কিছুক্ষণ পর বাচ্চাটির বাবা-মা বাড়িতে প্রবেশ করে দেখতে পায় কুকুরের মুখে রক্ত লেগে আছে। আর তাদের বাচ্চা আশেপাশে নেই। তখন তারা কুকুরটিকে ভুল ভেবে মেরে ফেলে। কিছুক্ষণ পর দেখতে পায় বাচ্চাটি খাটের তলায় খেলা করছিলো এবং পাশে একটি মরা সাপ পরে আছে। তখন তারা বুঝতে পেরেছে আসলে তারা কতোবড় ভুল করেছে। যেই কুকুরটা তাদের ছোট্ট শিশুকে বাচালো সেই কুকুরকেই তারা মেরে ফেললো? না বুঝেই? কাজটি তারা কেনো করলো? তাদের বোধশক্তি কি কাজ করা বন্ধ করে দিয়েছিলো?

যদি কিছুদিন পর আবার একটি সাপ আসে।   তখন শিশুটাকে কে বাচাবে? যে বাচাবে সে তো বেচে নেই।

কি? মিল পাচ্ছেন কোনো?

একটু গভির ভাবে ভাবেন। দেখবেন কোথাও না কোথাও এর মিল খুজে পাবেন।


আসলেই ক্ষমতাশালী মানুষরা খুবই নির্বোধ। নিজেদের স্বজাতির ধ্বংসের জন্য তারাই দায়ী।


❝এমন দেশটি কোথাও খুজে পাবে না-কো তুমি।
সকল দেশের রানী সে'জে আমার জন্মভূমি। 
সে যে আমার জন্মভূমি!  সে যে আমার জন্মভূমি ❞