Posts

কবিতা

অ্যানিমেল ফার্ম থেকে বলছি

July 17, 2024

শায়খ মোহাম্মদ আবু তাহের

80
View

হে নিবেদিত নির্বোধের দল, 

অনেক হয়েছে, অনেক— 
মাননীয় প্রধান শুকরের অন্ধ-বন্দনা 
এবার চোখ খুলে দ্যাখো, 
প্রতিনিয়ত করছে কি নিদারুণ প্রতারণা। 

অনেক হয়েছে—
প্রচারক শুকরের প্রোপাগান্ডায় বিনম্র-বিশ্বাস 
একবার পরখ করে তো দ্যাখো, 
দিয়েছে কেমন মিথ্যা সুখের আশ্বাস। 

মগজ খোয়ানো সহমত-ভেড়ার পাল 
স্লোগানে বয়ানে বড় গলা করে; বিভ্রান্তিতে রেখেছে চিরকাল, 
উন্নয়নের সড়ক জুড়ে আঁকছো যে; আশার আলপনা 
বুঝতে পারো না ঠিক বরাবরই আছে; নরকের দ্বার খোলা। 

চেতনার চোরাবালিতে আজীবন চিরঅচেতন; দাঁড়িয়ে রয়েছ ঠায় 
অথচ তোমরা শঙ্কিত কিনা অলীক শত্রুর কল্পিত মহড়ায়! 
উঠে এসো, চোখ রাখো ঐ 
দুর্বৃত্তের বিলাস দুর্গের জমকালো জানালায়— 
সেখানে অবিরাম উৎসব; উৎকট-ভনিতায়, 
পোষ্য পরজীবীর প্রকাণ্ড পেশীর প্রবল প্রহরায়। 

উন্মত্ত এই ঝলমলে রাতে— 
লোভ আর লাভের টেবিলে; মানুষে-শুকরে শুকরে-মানুষে 
মিলেমিশে আজ হয়ে গেছে একাকার, 
খেলার ছলে দ্যাখো—টানছে ওরা— 
শাশ্বত স্বপ্নের অকাল উপসংহার। 

তাই আর দেরী নয়, এখনি সময়; অবাধ্য হও আবার, 
ঘাড় ভাঙা যত ভোগের পেয়ালা; করে দাও চুরমার।

Comments

    Please login to post comment. Login