মারা গেলেন মার্কিন লেখক ইভান রাইট। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, শুক্রবার (১২ জুলাই) লস অ্যাঞ্জেলেসের একটি বাড়িতে আত্মহত্যা করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৯ বছর।
‘জেনারেশন কিল’ বইয়ের লেখক হিসেবে সুপরিচিত ছিলেন তিনি। এটি ২০০৪ সালে প্রকাশিত হয়। ইরাক যুদ্ধ নিয়ে বইটি লেখা হয়েছিল।
২০০৩ সালে মার্কিন মাসিক ম্যাগাজিন রোলিং স্টোনের সাংবাদিক হিসেবে রাইট ইরাকে যান। তিনি মার্কিন মেরিন সেনাদের সঙ্গে ছিলেন। এ সময় তিনি যেসব প্রতিবেদন করেছিলেন, তার উপর ভিত্তি করেই জেনারেশন কিল বইটি লেখা হয়।
ইভান রাইট এই বইয়ের জন্য জে. অ্যান্থনি লুকাস বুক প্রাইজ এবং লস অ্যাঞ্জেলেস টাইমস বুক প্রাইজ জিতেছেন।
২০০৮ সালে এই বই অবলম্বনে মার্কিন টেলিভিশন চ্যানেল এইচবিওতে একটি মিনি সিরিজ নির্মিত হয়।
রাইটের অন্যান্য বইগুলো হলো, ‘আমেরিকান ডেসপারাডো’, ‘হেলা নেশন’ এবং ‘হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার ইন আমেরিকা’।
এদিকে রাইটের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। লেখক ম্যাট গ্যালাঘার এক্সে দেওয়া একটি পোস্টে বলেছেন, ‘ইভান রাইটকে শান্তিতে বিশ্রাম নিতে দিন। তিনি যুদ্ধকে ঘৃণা করতেন তবে সৈনিকদের ভালোবাসতেন।'
সূত্র: দ্য গার্ডিয়ান