পোস্টস

কবিতা

জাগো, স্বাধীনতা!

১৮ জুলাই ২০২৪

রফিকুল ইসলাম কামাল

ছবি: ইন্টারনেট।

স্বাধীনতা, কোথায় তুমি?
মানবতা আজ গুমড়ে কাঁদে,
তুমি কী দেখো না?

স্বাধীনতা, মুখ গোমড়া করে কোথায় লুকিয়ে আছো?
মানবতা আজ ভুলুন্ঠিত,
তুমি কী বুঝো না?

স্বাধীনতা, কেন তুমি নির্বাক?
মানবতা আজ পরাজিত,
তুমি কী জানো না?

স্বাধীনতা, হারালে কোথায় বলো!
মানবতা আজ লাঞ্ছিত, অপমানিত
মনুষত্ব আজ পক্ষাঘাতগ্রস্থ,
তুমি কী দেখো না?

স্বাধীনতা, কেন তোমার এই নিষ্পৃহা?
মনুষত্ব আজ মূল্যহীন,
মানুষ অধিকার থেকে বঞ্চিত,
তবু তুমি জাগবে না?

স্বাধীনতা, কোন নিঝুমপুরে বসে আছো?
অত্যাচারিত আর নিষ্পেষিত
অসহায় মানুষের করুণ আর্তনাদ,
তুমি কী শুনতে পাও না?

স্বাধীনতা, কেন তোমার এই অভিমান?
শোষণের যাতাকলে পিষ্ট
বিষন্ন মানবতার করুণ মর্মধ্বনি,
তোমায় কী স্পর্শ করে না?

স্বাধীনতা, কেন তুমি চুপ করে আছো!
গ্রামে-গঞ্জে, শহরে-নগরে, দেশে-দেশে
মানুষ, মনুষত্ব আর মানবতা আজ পদদলিত,
তবু তোমার ঘুম ভাঙবে না?

স্বাধীনতা, কী চাও তুমি?
আর কতো রক্ত ঝরবে অসহায় মানুষের?
আর কতো অত্যাচারের স্টিম রোলার-
আছড়ে পড়বে নিরপরাধ মানুষের উপর?
বলো, স্বাধীনতা! জবাব দাও!

স্বাধীনতা, তুমি কী অন্ধ হয়ে গেছো!
ইরাক কাঁদে, আফগান কাঁদে, ফিলিস্তিন কাঁদে,
কাঁদে কাশ্মীর,
তুমি কী দেখো না?

স্বাধীনতা, তুমি কী বোবা হয়ে গেছো?
বুলেট বোমার আঘাতে পিতৃ-মাতৃহারা
রক্তাক্ত অসহায় কোমলমতি শিশুর
বুকফাটা কান্নার শব্দ কী
তোমার কানে পৌঁছায় না?

স্বাধীনতা, আর কতোকাল নিরন্ন, ক্ষুধার্ত
লক্ষ জনতার হাহাকারে
আকাশ বাতাস ভারি হয়ে ওঠবে?

স্বাধীনতা, আর কতো অধিকারহীন থাকবে মানুষ?
স্প্লিন্টারের আঘাতে জর্জরিত মানবতা,
আর কতো খুঁড়িয়ে হাঁটবে!

স্বাধীনতা, আর কতো মায়ের কোল খালি হবে?
লাশের স্তুপ আর কতো বড় হবে!
আর কতো সব হারাবার ব্যথা
পুষে রাখবে মানুষ!

স্বাধীনতা, বিবেক বোধ, মনুষত্ব আর কতোদিন
ধুলোয় গড়াগড়ি খাবে?

স্বাধীনতা, জাগো, একটিবার জাগো!
চেয়ে দেখো, অসহায়, বিপন্ন মানবতা
একবুক আশা নিয়ে তোমার পানে তাকিয়ে আছে;
কান পেতে শুনো, আকাশে-বাতাসে ধ্বনিত হয়
নির্যাতিত আর নিপীড়িত মানুষের
বুকফাটা বোবা কান্না।

স্বাধীনতা, তোমার পায়ে পড়ি,
এবার জাগো, একটিবার জাগো!
আর চুপ করে থেকো না।
নির্বাক আর নিষ্পৃহ থেকো না।
একটুখানি বুঝো, উপলব্দি করো
আজ তোমায় প্রয়োজন, বড় প্রয়োজন।
তাই জাগো স্বাধীনতা, জাগো!

(পাদটীকা: এই কবিতা ২০০৯ সালের ১০ অক্টোবর লিখিত। নিজের পুরনো ডায়েরি থেকে এখানে তুলে দেওয়া। বর্তমান সামাজিক-অসামাজিক, রাজনৈতিক-পেটনৈতিক পরিবেশ-পরিস্থিতির সঙ্গে এই কবিতার মিল বা সামঞ্জস্য কেউ খোঁজে পেলে সে দায়ভার কেবলমাত্র তার নিজের।)