একটা ছেলে গুলি খেয়ে মরে গেল
সেই ভিডিও ভাইরাল হলো
প্রোফাইল পিকচার বদলে
হলো ডেথ সার্টিফিকেট
গুলি খেয়ে লুটিয়ে পড়ে
সতেজ একটি প্রাণ
রাষ্ট্র-- তুমি কার?
প্রাণে মারার কি অধিকার?
কোমলমতি তাই ছুড়ছো
টিয়ারশেল দিনভর?
কাল রাজাকার
আজ রাষ্ট্রদ্রোহী
কিসের তোমার এত ভয়?
স্বাধীন দেশে পরাধীনতার গ্লানি
সে কি কর্মফল না নিয়তি?
অন্যায়-অনিয়ম বারংবার
গুঁড়িয়ে দেয় মনোবল
রাতভর শুনি চাঁপাকান্না
রাজপথে লুটিয়ে পড়ে
তাজা সব প্রাণ
রাষ্ট্র-- তুমি কার?
প্রাণে মারার কি তোমার অধিকার?
১৭ জুলাই ২০২৪