Posts

কবিতা

কোটার খোঁটা

July 18, 2024

Milu Aman

339
View

একটা ছেলে গুলি খেয়ে মরে গেল
সেই ভিডিও ভাইরাল হলো
প্রোফাইল পিকচার বদলে
হলো ডেথ সার্টিফিকেট

গুলি খেয়ে লুটিয়ে পড়ে
সতেজ একটি প্রাণ
রাষ্ট্র-- তুমি কার?
প্রাণে মারার কি অধিকার?

কোমলমতি তাই ছুড়ছো
টিয়ারশেল দিনভর?
কাল রাজাকার
আজ রাষ্ট্রদ্রোহী
কিসের তোমার এত ভয়?

স্বাধীন দেশে পরাধীনতার গ্লানি
সে কি কর্মফল না নিয়তি?
অন্যায়-অনিয়ম বারংবার
গুঁড়িয়ে দেয় মনোবল
রাতভর শুনি চাঁপাকান্না

রাজপথে লুটিয়ে পড়ে
তাজা সব প্রাণ
রাষ্ট্র-- তুমি কার?
প্রাণে মারার কি তোমার অধিকার?

Comments

    Please login to post comment. Login