Posts

চিন্তা

কোটা আন্দোলন এবং খুনের দায়

July 18, 2024

শায়খ মোহাম্মদ আবু তাহের

196
View

আবু সাঈদ সহ এইসব খুনের দায় আমাদেরও নিতে হবে। আমাদের করের টাকায়ই ক্ষমতার পাহারাদারদের বেতন হয়, পোশাকধারী ছাত্রলীগের অস্র কেনা হয়। কোটা আন্দোলন আমাদের শয়তান চিনতে সাহায্য করলেও যার যার ঢিল তাকেই মারতে হবে। আমি বাকস্বাধীনতা চাইলে আমাকেই কথা বলতে হবে, আমি ভোটের অধিকার চাইলে আমাকেই পথে নামতে হবে, নয়তো বছর বছর গুম-খুনের পুণরাবৃত্তিই হবে আমাদের নিয়তি। এর কোন শর্টকাট নাই।

Comments

    Please login to post comment. Login