Posts

কবিতা

আসুন প্রস্তুত হই

July 18, 2024

সুকান্ত সোম

আমিই পরবর্তীতে 

নয়তো আমার কেউ

তারপরে অন্য কেউ 

এভাবেই অনেকে 

তারপরে সবার, কেউ না কেউ 

ঘটনা নয়তো দুর্ঘটনার অপেক্ষায়

সড়কের নাম কিংবা স্মৃতি সৌধ।

কিছুক্ষণ অস্বাভাবিক রকমের স্বভাবিক 

তারপর এমনটাই হয়, হবে 

হয়তো অলৌকিক চাবির দাবি মিটিয়ে 

আবার স্বভাবিক, একটু বেশিই স্বভাবিক।

তারপর হঠাত ছন্দপতন মন্দ কেউ আমিই।

সবাই ধোয়া তুলসি পাতা, 

তবুও অপেক্ষায় গরম জলে বরই পাতার 

তারপরেও আমি কিংবা আমার কেউ 

পত্রিকার পাতায় বড় কোন ছবি। 

কিছুদিন চলে তারপর ক্ষুদ্র কলামে।

Comments

    Please login to post comment. Login