পোস্টস

কবিতা

আসুন প্রস্তুত হই

১৮ জুলাই ২০২৪

সুকান্ত সোম

আমিই পরবর্তীতে 

নয়তো আমার কেউ

তারপরে অন্য কেউ 

এভাবেই অনেকে 

তারপরে সবার, কেউ না কেউ 

ঘটনা নয়তো দুর্ঘটনার অপেক্ষায়

সড়কের নাম কিংবা স্মৃতি সৌধ।

কিছুক্ষণ অস্বাভাবিক রকমের স্বভাবিক 

তারপর এমনটাই হয়, হবে 

হয়তো অলৌকিক চাবির দাবি মিটিয়ে 

আবার স্বভাবিক, একটু বেশিই স্বভাবিক।

তারপর হঠাত ছন্দপতন মন্দ কেউ আমিই।

সবাই ধোয়া তুলসি পাতা, 

তবুও অপেক্ষায় গরম জলে বরই পাতার 

তারপরেও আমি কিংবা আমার কেউ 

পত্রিকার পাতায় বড় কোন ছবি। 

কিছুদিন চলে তারপর ক্ষুদ্র কলামে।