চারিদিকটা থমথম,
নিরুত্তাপ, উত্তাপ- কারফিউ
নেই নেটওয়ার্ক, যোগাযোগহীন
অস্বস্তিকর প্রতিটা মূহুর্ত,
আমি সূদুর সুইজারল্যান্ড এ,
এমন সময় তুমি এলে পৃথিবীতে,
আমার সোনা বাবু,
তোমাকে স্বাগতম।
তুমি এসে ধন্য করেছো আমাকে, তোমার মাকে,
বাবা-মা'র স্বাদ পেলাম আমরা।
তুমি জানতে পারবে, তোমার মা-
কতো কষ্ট করেছে এই স্বল্প জীবনে।
তোমার প্রতি প্রত্যাশা- জীবনে অনেক বড় হও।
সাফল্য লাভ করো প্রতিটা মূহুর্তে।
অনেক ভালো মানুষ হও।
পৃথিবী আলোকিত হোক তোমার আগমনে।
পৃথিবীতে যেন কারফিউ না লাগে।
পৃথিবীটা হোক নিরেট ভদ্রসমাজ।