Posts

কবিতা

কারফিউ এ তোমাকে পেলাম

July 21, 2024

সুমন রহমান

78
View

চারিদিকটা থমথম, 

নিরুত্তাপ, উত্তাপ- কারফিউ

নেই নেটওয়ার্ক, যোগাযোগহীন

অস্বস্তিকর প্রতিটা মূহুর্ত,

আমি সূদুর সুইজারল্যান্ড এ,

এমন সময় তুমি এলে পৃথিবীতে,

আমার সোনা বাবু, 

তোমাকে স্বাগতম। 

তুমি এসে ধন্য করেছো আমাকে, তোমার মাকে, 

বাবা-মা'র স্বাদ পেলাম আমরা। 

তুমি জানতে পারবে, তোমার মা-

কতো কষ্ট করেছে এই স্বল্প জীবনে। 

তোমার প্রতি প্রত্যাশা- জীবনে অনেক বড় হও।

সাফল্য লাভ করো প্রতিটা মূহুর্তে। 

অনেক ভালো মানুষ হও।

পৃথিবী আলোকিত হোক তোমার আগমনে। 

পৃথিবীতে যেন কারফিউ না লাগে। 

পৃথিবীটা হোক নিরেট ভদ্রসমাজ। 

Comments

    Please login to post comment. Login