Posts

কবিতা

মানুষ না পশু তুমি?

July 24, 2024

মোহাম্মদ সাকিব (সাকু মিয়া)

Original Author সাকু মিঞা

171
View

স্ব-জাতিকে মারছো তুমি!
লাগছে তোমার সুখ!
কোমল প্রান নিচ্ছো তুমি।
কাপছে না তোমার বুক?

তোমার মতো এরাও হতো!
গর্ব করতো দেশ।
অনেক মেরেছো আর কতো?
মেধাবী তো সব শেষ!


তাদের মতো তুমিও ছিলে!
হবে তোমার ছেলে।
এদের জীবন নিয়ে নিলে?
বিনিময়ে কি পেলে?

জাতির বন্ধু বলে তোমায়!
সত্যি কি তুমি তাই?
তোমার বিবেক আজ ঘুমায়!
তোমার তো হুশ নাই।


বন্ধু তোমায় বলে কে।
শত্রু তুমি বন্ধু না!
মিত্র তোমায় বলে কে?
শত্রু তুমি মিত্র না!


তুমি যাদের মেরেছো 
ঘন-ঘন গনহারে!
তুমি যা কিছু করেছো!
পশুরাও কি পারে?

মানুষ হয়েও হলে পশু!
করলে যতো অনিয়ম  !
বলবে একদিন তোমার শিশু! 
দেশের এসব কি নিয়ম?

ছদ্মবেশ ধরে তুমি!
ঘুড়বে আর কতক্ষণ ?
মানুষরূপী পশু তুমি!
অন্ধ তোমার অন্তর-মন।

অন্ধ মন আর বন্ধ চোখে!
দেখছো শুধু টাকা?
তোমাদের আর কে রোখে।
সবাই করে খা-খা!


দূর্নীতিবাজদের পক্ষ নিয়ে।
যত নাচ নেচেছো!
দেশ এসেছে জীবন দিয়ে।
সে'কথা কি ভেবেছো?


বিচারপতি বসে আছে! 
সেকথা কি জানো?
তুমিও যাবে তার কাছে।
সেকথা কি মানো?


বিচারপতির জমানো ক্রোধ!
করবে তোমাদের ধ্বংস!
সেদিন ঠিকই হবে বোধ!
থাকবেনা বাকি অংশ।

লিখে লিখে করছি রোধ।
যুদ্ধ করেও করছি না।
তাই বলে কি নেইনি শোধ?
কলমের খোচা যুদ্ধ না?


পথে হয়তো নামছি না!
পেরেও পারিনি তাই! 
না লিখে, থামছি না।
রক্ত ফেরত চাই।
 

Comments

    Please login to post comment. Login