Posts

নিউজ

বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের দায়িত্ব নিলেন আসকারী

July 25, 2024

নিউজ ফ্যাক্টরি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হারুন-উর-রশীদ আসকারী বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। বুধবার (২৪ জুলাই) থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। কবি মুহম্মদ নূরুল হুদার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। 

বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে হারুন-উর-রশীদ আসকারীকে বুধবার দুপুরে সংবর্ধনা দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় একাডেমির সচিব নায়েব আলীসহ বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

আসকারী বলেছেন, ‘দেশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে, তবে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান একটিই। তাই জাতির সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক অগ্রগতির জন্য সবাই এই প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে থাকে। সবার সহযোগিতা ও সমর্থন পেলে এই প্রতিষ্ঠানকে বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করা হবে।' 

উল্লেখ্য, ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন মো. হারুন-উর-রশীদ আসকারী। পরে তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। অনুবাদক হিসেবেও তার খ্যাতি রয়েছে। 

Comments

    Please login to post comment. Login