পোস্টস

পোস্ট

নাগরিক যখন রাষ্ট্রের রিফিউজি

২৬ জুলাই ২০২৪

নাজমুল হোসেন রিফাত

অতঃপর সকলে জেনে নিন, আপনি-আমি রাষ্ট্রীয় সম্পদ নই। 

এই রাষ্ট্রযন্ত্র আমাদের কেবল রিফিউজি মনে করে। এর বেশি না। 

আমার সোনার বাংলা, আমার সোনার বাংলাদেশ।
এটা একটা কনসেপ্ট। যেই কনসেপ্ট মানুষ তাদের হৃদয়-মস্তিষ্কে লালন করে। 

এর বাস্তবিক রূপ বলে আছে কিছু? 

আপনি যে রাষ্ট্ররে নিজের বলে মনে করেন, 

যে রাষ্ট্ররে মা বলে তার কোলে ঠাঁই খুঁজেন; এই রাষ্ট্র-মাতার রাষ্ট্রযন্ত্র আপনারে কিছুই মনে করে না। 
এর চেয়ে বেশি দুঃখ আর এই রাষ্ট্রের নাগরিকের কী হয়!

শত শত মায়ের কোল খালি করলো রাষ্ট্র-মাতার রাষ্ট্রযন্ত্র। 

শত শত বাবার জাদু, শত শত বোনের আপনা ভাই, শত শত ভাইয়ের ভরসার হাত, আর কতো শিশু-কিশোর এতিম হয়ে গেলো! 
আফসোস, রাষ্ট্র-মাতার আফসোস হয় না! 

কে কী চায় জানিনাহ, আমি এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। 
কিন্তু বিচার করবে কে! 

এপারে বিচার না হলেও, ওপারে ঠিকই রক্তমাখা হাত, জামা নিয়ে খোদার দরবারে দাঁড়িয়ে যাবো বিচারের জন্য। 

আল্লাহ সকল শহীদদের বেহেশত নসীব করো। 

শহীদ পরিবারের শোক সইবার মতো শক্তি দান করো। 

এই শোক লেপ্টে গেলো হৃদয়ে। 

২৫ জুলাই, ২০২৪