Posts

কবিতা

জী

July 26, 2024

Zohirul Islam

179
View
জীবন সন্ধান জহিরুল ইসলাম আমি জীবন খুঁজতে গিয়ে পেয়েছি নানা জীবনের সন্ধান, আমি আমাকে খুঁজতে গিয়ে জীবনের কাছে নিজেকে করেছি দান। আমি জীবন খুঁজেছি গ্ৰীষ্মের প্রখর রোদ্র তাপে কৃষকের ঘামের ভেতর, আমি জীবন খুঁজেছি মানুষের নিকট যেখানে ছিল কোলাহল মুখর। আমি জীবন খুঁজেছি জেলেদের জালে যেখানে মাছেরা হয় আটক, আমি জীবন খুঁজেছি বইয়ের পাতার ভাঁজে হয়েছি উন্মাদ পাঠক। আমি জীবন খুঁজেছি মিছিলের স্লোগানে যেখানে উঠে জয়ধ্বনি‌, আমি জীবন খুঁজেছি, নিয়েছি মৃত্যুর কাছে আমার জীবন কিনি! আমি জীবন খুঁজেছি মসজিদ,মন্দির, গির্জা, প্যাগোডায় সেখানে পাইনি তা, আমি জীবন খুঁজেছি গল্পকারের লেখা গল্পে আর কবির লেখা কবিতা। আমি জীবন খুঁজেছি কবরে,কবরে জীবন খুঁজেছি শ্মশান ঘাটে, জীবন খুঁজেছি মর্গে,মর্গে যেখানে কতশত লাশ প্রতিদিন কাটে। আমি জীবন খুঁজেছি মহাকাশে ঘুরেছি কত গ্ৰহ,নক্ষত্রের কাছে ভেবেছি কত রাত জাগা পাখি হয়ে মানুষ কেমন করে বাঁচে? আমি জীবন খুঁজেছি সমুদ্রের অতলান্ত গভীরে দিয়েছি তাতে ডুব, আমার ভীষণ ইচ্ছে ছিল মনে জীবনের মানে খুঁজে পেতে খুব! আমি জীবন খুঁজেছি প্রেমিকার স্পর্শে সেখানে ছিল মোহ মায়া আমি জীবন খুঁজেছি অন্ধকার নিশিতে খুঁজে পাই নি জীবনের ছায়া পড়েছি কত গ্ৰন্থ-বিত্তান্ত, ঘুরেছি কত না জানা জনপদ, দেখেছি সময়ের রন্ধ্রে ছড়িয়ে আছে কতশত ভয় আর আপদ। আমি সব ভয় করেছি জয় ছুটে গেছি জীবনের শেষ সীমানায়, দেখেছি মৃত্যুই শেষ জীবনের দৃশ্যপট বেঁচে থাকে মানুষ বিচিত্র বাহানায়।

Comments

    Please login to post comment. Login