পোস্টস

কবিতা

অঞ্চলভেদের চঞ্চল

২৭ জুলাই ২০২৪

মোহাম্মদ সাকিব (সাকু মিয়া)

মূল লেখক সাকু মিঞা

এক অঞ্চলে কেউ সঞ্চল হয়!
কেউ হয়ে যায় চঞ্চল।
সঞ্চল ছেলের মন ভরা ভয়।
চঞ্চল ভাজে অঞ্চল।


সঞ্চল বলে এই অঞ্চলে 
আমি আর নাই
চঞ্চল বলে চলো মোরা 
মামার বাড়ি যাই।

 

সঞ্চল বলে ঐ অঞ্চল
দূর অনেক হয় ভাই।
চঞ্চল বলে না হে সঞ্চল
সাহস করো যাই।

 

সঞ্চল বলে না ভাই।
সাহস হয় না
চঞ্চল করে যা বলে তাই!
কিন্তু সঞ্চল পারে না।

 

চঞ্চল যদি চঞ্চল হয়!
সঞ্চলের চেয়ে দ্বিগুণ। 
সঞ্চল কেনো চঞ্চল নয়।
সঞ্চলও খায় বেগুন।


সঞ্চল চঞ্চল ভাই হলে।
দুজন কেনো দুই রূপ। 
সঞ্চল যায় নাইতে কলে।
চঞ্চল কেনো দেয় ডুব।


চঞ্চল ভাইটি চঞ্চল বহু!
সঞ্চল ভাইটি অচল।
চঞ্চল খোজে কুহু কুহু।
সঞ্চল খোজে অঞ্চল।


সঞ্চল যখন অঞ্চল খোজে!
খেলা করার জন্য
চঞ্চল তখন হিসেব বোঝে!
অঞ্চল করে তন্ন তন্ন ।


অঞ্চল খুজে সঞ্চল যখন 
নতুন অঞ্চল পায়।
বিয়ে করে চঞ্চল তখন।
শশুর বাড়ি যায়।