পৃথিবী যেহেতু শীঘ্রই ধূসরে ছেয়ে যাবে
কিছু মুহূর্তের মাঝে অথবা গভীর নিশ্বাসে
অনন্ত সময় কেটে যাক–ফুলগুলো শোভা পাক,
স্মৃতি ঘিরে এই স্মৃতিস্মরণীতে
নিমিষেই অপ্রাপ্তি নিয়ে ডুবে যাই, যাব?
হৃদয় যা ভাগাড়ের মতো বিষাদে পরিপূর্ণ,
গোপন কোন আকাঙ্ক্ষা লুকিয়ে আছে কি?
পৃথিবী যেহেতু ধূসরে ছেয়ে যাচ্ছে,
অনুভূতি সস্তা দরে বেঁচে দেওয়া-ই শ্রেয় বোধ করি।
কিছু মুহূর্তের মাঝে অথবা গভীর নিশ্বাসে
অনন্ত সময় কেটে যাক–ফুলগুলো শোভা পাক,
স্মৃতি ঘিরে এই স্মৃতিস্মরণীতে
নিমিষেই অপ্রাপ্তি নিয়ে ডুবে যাই, যাব?
হৃদয় যা ভাগাড়ের মতো বিষাদে পরিপূর্ণ,
গোপন কোন আকাঙ্ক্ষা লুকিয়ে আছে কি?
পৃথিবী যেহেতু ধূসরে ছেয়ে যাচ্ছে,
অনুভূতি সস্তা দরে বেঁচে দেওয়া-ই শ্রেয় বোধ করি।
হৃদয়ে নেমে এসেছে মৃতপ্রায় এক নক্ষত্র
শরীরে নশ্বরতার বিন্দুমাত্র বালায় নেই।
শরীরে নশ্বরতার বিন্দুমাত্র বালায় নেই।
পৃথিবীকে ধূসরে সাজিয়ে দেব আমি,
আমি এক কিম্ভূতকিমাকার অস্পৃশ্য স্মৃতি,
সময়ের সূক্ষ্ম হিসেবে বিঁধে আছি ;
শীত বা গ্রীষ্ম, সব চলে যায় একে একে
কী-ই বা যায় আসে তাতে? স্বপ্নেরা তবু বাঁচিয়ে রাখে।
আমি এক কিম্ভূতকিমাকার অস্পৃশ্য স্মৃতি,
সময়ের সূক্ষ্ম হিসেবে বিঁধে আছি ;
শীত বা গ্রীষ্ম, সব চলে যায় একে একে
কী-ই বা যায় আসে তাতে? স্বপ্নেরা তবু বাঁচিয়ে রাখে।
সময় যাচ্ছে চলে, আমি এক নর্তকী, আমি এক গণিকা
মঞ্চে ওঠে ভুলে যাচ্ছি অস্তিত্বের প্রয়োজন ;
যদি আপনার শরীর ছুঁয়ে সবাই সুখী হতে পারে,
আমিও সেই দয়ার প্রত্যাশী; যেনে রাখুন পৃথিবী বাসী,
প্রশান্তিময় ছায়ায় ডুবে যাচ্ছি।
মঞ্চে ওঠে ভুলে যাচ্ছি অস্তিত্বের প্রয়োজন ;
যদি আপনার শরীর ছুঁয়ে সবাই সুখী হতে পারে,
আমিও সেই দয়ার প্রত্যাশী; যেনে রাখুন পৃথিবী বাসী,
প্রশান্তিময় ছায়ায় ডুবে যাচ্ছি।
তাতে আমার কী?
মুহূর্তেই যদি মিলিয়ে যাই – দুঃখ, দুঃখ পাবে
একটি সুন্দর ইতি যে প্রাপ্য–এটাই কি দুর্ভাগ্য?
পৃথিবীকে ধূসরে সাজানোর পর,
ডানার আঘাতে হৃদয় থেঁতলে গেছে।
মুহূর্তেই যদি মিলিয়ে যাই – দুঃখ, দুঃখ পাবে
একটি সুন্দর ইতি যে প্রাপ্য–এটাই কি দুর্ভাগ্য?
পৃথিবীকে ধূসরে সাজানোর পর,
ডানার আঘাতে হৃদয় থেঁতলে গেছে।