পোস্টস

সমালোচনা

ভাইরাল ব্যাধি ও মিডিয়া বানিজ্য

২৭ জুলাই ২০২৪

নাজমুল হোসেন রিফাত

কোটা আন্দোলনকে ঘিরে সোস্যাল মিডিয়ায় প্রকৃত প্রতিবাদ ও প্রচারের নামে কমেন্ট-রিয়েক্ট-শেয়ার ও ভিউ বাণিজ্য-ই বেশি হয়েছে।

 

একটা সময় থাকে, যখন আন্দোলনকারীরা একটা প্রবল উত্তেজনার মধ্যে থাকে। এই সময়টাতে কেবলমাত্র ইন্টারনেট বন্ধের কারণে সকলেই একদম থমকে যাওয়া বা আন্দোলনের পূর্বাবস্থায় ফিরে যাওয়াটা সত্যিই খুব দুঃখজনক। ইন্টারনেট ইস্যু আন্দোলনের উত্তেজনাকে প্রশমিত করেছে। সকল শিক্ষার্থীরা এই পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়েছে খুব সহজেই। এর পেছনের কারণ বা ফলাফল জানতে চাইলে খুব বেশি বেগ পেতে হবে না। স্পষ্টতই শিক্ষার্থীদের অধিকাংশ বিভ্রান্তির মধ্যে দিয়ে গিয়েছে এবং যাচ্ছে। 

 

ইন্টারনেট ছাড়াও তো আন্দোলন করার মতো অবস্থা আছে। তাহলে এই বেহাল দশা কেন! 

এর কারণ সোস্যাল মিডিয়া ভিত্তিক বাণিজ্য। রিয়েক্ট এর জন্য নিজে বা অন্যের লেখা পোস্ট করা। শেয়ারের আশায় রক্ত গরম করা স্ট্যাটাস দেওয়া। 

এই সোস্যাল মিডিয়ায় নিজেকে ভাইরাল হিসেবে উপস্থাপন করাটা আমাদের একটা মারাত্মক ব্যাধি হিসেবে ধরা দিয়েছে। এর পরিণাম ভালো-মন্দ যাই হউক, এটা মানুষকে ব্যক্তিত্বহীন করে তুলছে। 

এই ব্যাধিতে ভুগছি আমরা সকলেই। 

এর থেকে কি পরিত্রাণের দরকার আছে? নাকি এভাবেই চলতে থাকবে। আপনি কী মনে করছেন?

 

২৭/০৭/২০২৪