Posts

কবিতা

যারে তুমি

July 28, 2024

ফরহাদ আহমেদ

64
View

যারে তুমি কথা দিবে
মুখের আড়ালে যেন
সময় তার ফুরায় না
অহেতুক মুখোশে করে।
এ বৈশাখও হবে শেষ 
হঠাৎ মনে হবে তারে 
এক ঝড়ভাঙা গাছে
থেমে আছে মহাকাল যেন তোমার দিকে চেয়ে।
তুমি তখন ভেবে দেখ
কতখানি পর হলে
মানুষ ভুলে যায় মুখ
চিরতরে। আর ভেতরে
ভেতরে যতখানি ভেঙে
গেলে বৃক্ষের ব্যথাও
হয়ে ওঠে ঠিক উপশম—
জন্মের আঁতুরঘর তার নুনের মত ভিষণ নির্মম।

Comments

    Please login to post comment. Login