Posts

কবিতা

মৃত্যুর অধিকার

July 30, 2024

সুকান্ত সোম

জন্মলগ্নে কান্নায় জানান দিলাম 

এ পৃথিবী আমার নয় ।

অবচেতন মনেই কান পেতে শুনি

কে যেন বলছে ঐ 

এ শিশু একদিন হবে জ্ঞানীগুণী ,

পৃথিবীর মুখ করবে উজ্জ্বল ।

কোলাহলের ভিড়ে দৃঢ়স্বরে

কে যেন উঠলো বলে

এ শিশু একদিন মরবে ।

আমি তাঁর শাশ্বত কথায় 

একাত্নতা ঘোষণা করলাম ।

আর দৃপ্ত কন্ঠে জানিয়ে রাখলাম 

আমার মৃত্যু যেন ঘটে 

স্বাভাবিক মৃত্যুর অধিকারে ।

Comments

    Please login to post comment. Login