Posts

কবিতা

গণ্য লোকের মান্য কথা।

July 30, 2024

মোহাম্মদ সাকিব (সাকু মিয়া)

Original Author সাকু মিঞা - Mohammad Sakib

দেশের সব মান্য লোক!
বলে দামী কথা!
কথা নাকি মজার শ্লোক। 
না-কি তরুলতা।


গণ্যলোকে বলে যখন!
দেশকে ভালোবাসি! 
ইচ্ছে জাগে আমার তখন!
গড়িয়ে গড়িয়ে হাসি।


গণ্য লোকের মান্য বাণী!
শুনতে হবে সবার!
দেশ ধ্বংস করছে জানি!
সুযোগ দেবো আবার?

বেচে দেশ খাচ্ছে বেশ!
আয়েশে যাচ্ছে দিন।
সাপ দিয়ে ভর্তি দেশ।
আনো সাপুড়িয়ার বিন।


সাপের চেয়ে বিষাক্ত তারা ।
সাপও বলে নমস্কার!
এমন শক্তি আসবে যারা
করবে তাদের তিরস্কার।

লুটে খায় দেশকে তারা।
ভীনদেশে গরে প্রজন্ম।
এরাই নাকি দেশ সেরা। 
শ্রদ্ধা পায় আজন্ম।


আহারে কি নীতি তাদের।
নাম দিয়েছে রাজ।
দেশ আজ হয়েছে যাদের।
চুরি তাদের কাজ।


একটি বাংলাদেশ ছিলো!
পবিত্র এক ভূমি। 
অপবিত্র করে দিলো!
এখনো অন্ধ তুমি?


দেখো না চেয়ে এই দেশে
কতো কিছু হয়।
খুনি চলে গুণীর বেশে!
গুণীর প্রানে ভয়।


গুণী হলে মান নেই তার।
চোর'রা সব গুণী।
এদের গুন পড়ি আর
সকাল সন্ধ্যা শুনি।


 

Comments

    Please login to post comment. Login