জাগো জাগো জাগো তোমরা, জাগো একটি বার।
ভাঙো ভাঙো ভাঙো তোমরা, ভেঙে করো চুরমার।
সয়েছ অনেক আর কত ভাই, এবার করো রোধ!
রয়েছ অনেক সহ্য করে , চাও জীবনের শোধ।
কেনো যাচ্ছে প্রান লোকের , দিতে গিয়ে পানি।
গুলি বুকের আহা কি শোকের, আহা কি প্রাণহানি।
কতো শোকের গল্প জানি, জানি কতো ইতিহাস!
রক্ত লাগে ঝোল তার কাছে, আর মাংস পাতিহাস।
সব গল্প তার মিথ্যে মাখা, মিথ্যে ভরা তার শোক!
স্বৈরাচার আজ ক্ষিপ্ত ভীষণ, সবাই গারদে ঢোক!
উন্মাদ হয়ে আজ করছে শাসন, বলছে রাজাকার!
মরেছে যখন তার পরিবার, করেছে হাহাকার!
70
View