Posts

কবিতা

পালানো মানেই মৃত্যু

August 1, 2024

Subrato Adhikary

78
View

তোমার থেকে পালিয়ে সমুদ্রে চলে এলাম,
তুমি এক চিরন্তন অসত্যতা
মৃত মানুষের জ্যান্ত চিৎকার। 
আমাকে নিখোঁজ বলে জানে মানুষ প্রেতেরা,
তারা জানে আমাকে গুম করছে রাষ্ট্রের পোষা সন্ত্রাসীরা
আমি ভয় পেয়েছিলাম বন্দুকের, 
বন্ধুক থেকে যদিও বের হয়েছিলো মিথ্যা চিৎকারের রাউন্ড গুলি 
তবুও সাহস পাইনি আমি বন্দুকের বিপক্ষে দাঁড়াতে,
প্রচন্ড ভয়ে চোখ বন্ধ করে দৌড়াতে দৌড়াতে পালিয়ে এসেছি এ'সমুদ্রে
এক ভীতুআত্মাকে সমুদ্র কখনও ভেজায়না।

~আগস্ট ১, বৃহস্পতিবার, ২০২৪

Comments

    Please login to post comment. Login