ছায়াপথ, নীহারিকা, অরণ্য , বীথিকা,
প্রশান্ত, কুহেলিকা, মহীধর, করকা,
সব্ মাঝে অন্বেষি আমি তারে,
হৃদ গহীনে রাখি যতনে যারে।
সৃষ্টি আর বিনাশের ব্যবধানে
সর্বহারা আমি চির অধরা তার-ই তরে।
যুগে-যুগান্তরের অন্তরালে তার বায়না ধরে
বিলীন আমি;
কভু আমাকে মেরে, কখনওবা আমি মরে!
তবুও সে দেয়না ধরা মোর করতলে!
"স্বাধীনতা", স্বাধীনতা, "স্বাধীনতা"
"আমার স্বাধীনতা" হারিয়ে যায়; নিস্তব্ধ কোলাহলে।
This is a premium post.