লাশের শরীরে ধরেছে পচন , ভারী বাতাসে বুকে কাঁপন
শোষকের হাতে রক্তিম রঙ , লাশের গন্ধ!
চারপাশে লাশের গন্ধ!
অধিকারের বুকে মেরেছে ছুরি , হত্যা করেছে স্বাধীনতা
গন্ধে ভরেছে আকাশ-বাতাস, লুন্ঠিত মানবতা
মুক্ত চিন্তায় বেঁধেছে মুখোশ, ঘন মেঘে ঢেকেছে সবুজ
অন্ধকারে ডুবেছে জাতি , কালো নীলিমায়!
জাতির বিবেকে পচন ধরেছে, ভেসে চলেছে লাশের বেশে
বোবা দৃষ্টিতে থাকিয়ে আছে, বিবেক বিকিয়েছে জলে!
গন্ধে ভরেছে চারপাশ , বিবেক মরেছে আঁধারে
আলো নিভেছে অন্ধকারে, পচন ধরেছে নীতির মননে!
প্রতিবাদের ধ্বনি, আলো জ্বেলেছে মশালে মশালে
ভোরের পাখিরা জেগে উঠেছে, কিচির মিচির সুরে
খোলা হাওয়াতে লাউডগা দুলছে, বহুদিন পরে!
জাতির বিবেক পঁচে মরেছে কুঁড়েঘরে আয়েশে!
স্বাধীনতা হেঁটেছে নিখিল রাজপথে, মুক্ত আলোর খোঁজে
শোষকের বুকে ধরেছে কাঁপন, ভীত-লোভী মননে
গুলি ছুটেছে, জ্বলেছে আগুন , মুক্ত তরুণ প্রাণে
পঁচা লাশে আসেনি প্রাণ, নিত্য লোভী ভুবনে!
অন্ধকারেই মরেছে ডুবে জ্ঞানী-গুনী জনে
শিশির ভোরেও আলো ফুটেনি মগজে মননে!
পচন ধরেছে লাশের শরীরে, গন্ধে ভরেছে নিখিল জগতে
প্রতিবাদ করি নিখিল বিশ্বে, বিবেকের গণহত্যা চলেছে যত আড়ালে!
ডাঃমোঃ তরিকুল ইসলাম
সহকারী রেজিস্ট্রার
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
তারিখঃ ২৩/০৭/২০২৪, ২ pm