Posts

কবিতা

স্বাধীনতার স্বাদ

August 1, 2024

ডাঃমোঃ তরিকুল ইসলাম

Original Author ডাঃমোঃ তরিকুল ইসলাম

স্বাধীনতার স্বাদ বুকে ফুটেছে, মুক্তি পাগল মনে
স্বাধীনতা আজ হেটে চলেছে, আপন ছন্দে পথে 
স্বাধীনতা আজ চোখে দেখেছে, বাঁধা চোখে প্রাণপণে
স্বাধীনতা তুমি আবদ্ধ ছিলে, শুধু কাগজে কলমে!

স্বাধীনতা তুমি কবির কলমে আসনি এতদিনে?
স্বাধীনতা তুমি আবদ্ধ ছিলে, গলাবাজির দখলে
স্বাধীনতা তুমি আবদ্ধ  ছিলে, অত্যাচারীর কবলে
স্বাধীনতা তুমি  ভেসে ছিলে,  চাটুকারের জিহবার জলে!

স্বাধীনতা তুমি আসনি এতদিন বোনের খোলা চুলে?
স্বাধীনতা তুমি আবদ্ধ ছিলে, পাপিষ্ঠ জালিমে
স্বাধীনতা তুমি আবদ্ধ ছিলে,  নীলফিতার টেবিলে
স্বাধীনতা তুমি উড়ে ছিলে, লুটের হাওয়ায় দুলে!

স্বাধীনতা তুমি আসনি এতদিন  বুদ্ধিজীবির মগজে?
স্বাধীনতা তুমি আবদ্ধ ছিলে,  শৃঙ্খল দ্বাসত্বে
স্বাধীনতা তুমি আবদ্ধ ছিলে, জেলের শিকলে
স্বাধীনতা তুমি আতংকে ছিলে,  গুমের হুংকারে!

স্বাধীনতা তুমি আসনি এতদিন মুক্ত  টেবিলে?
স্বাধীনতা তুমি আবদ্ধ ছিলে, স্বার্থপর পাগলে
স্বাধীনতা তুমি আবদ্ধ ছিলে,  বিবেক হীন মশালে
স্বাধীনতা  তুমি অন্ধ   ছিলে,  অন্যায় জু্লুমে!

স্বাধীনতা তুমি আসনি এতদিন বটমূলে সমাবেশে? 
স্বাধীনতা তুমি আবদ্ধ ছিলে,  লাঠিসোটার ভয়ে
স্বাধীনতা তুমি আবদ্ধ ছিলে, গুলির শব্দ শুনে 
স্বাধীনতা তুমি ভয়ে ছিলে, নেশার চোখে চেয়ে!


স্বাধীনতার স্বাদ  দেখিয়েছে আজ; 
দামাল ছেলেরা,  বুক চিতিয়ে অকপটে!

নিজের দেশেই লুটিয়ে পড়েছে, শির উচিয়ে বীরের বেশে


অন্যায়ের কাছে মাথা নিচু নয়,  শিখিয়েছে গোলামী সমাজে!
তবু যদি বাণী ফুটে বোবা সমাজের মুখে!


ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 
তারিখঃ১৮/০৭/২০২৪, ২.০৫ PM

Comments

    Please login to post comment. Login