পোস্টস

নিউজ

মিশেল ওবামার নতুন বই আসছে ডিসেম্বরে

১ আগস্ট ২০২৪

নিউজ ফ্যাক্টরি

সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার নতুন বই এই বছরের শেষে প্রকাশিত হবে বলে জানা গেছে। মার্কিন প্রকাশনা সংস্থা ক্লার্কসন পটার এটি প্রকাশ করবে।

মিশেল ওবামা ৩১ জুলাই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে দেওয়া একটি পোস্টে তার নতুন বই প্রকাশের ঘোষণা দেন। তিনি লিখেছেন, ‘এই বইয়ে চিন্তামূলক কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আশা করি এই ওয়ার্কবুকটি আপনাকে আপনার শক্তি আনলক করতে সাহায্য করবে।' 

‘ওভারকামিং: অ্যা ওয়ার্কবুক’ নামের বইটি চলতি বছরের ৩ ডিসেম্বরে বের হবে। এটি তার বেস্টসেলার বই ‘দ্য লাইট উই ক্যারি’ এর উপর ভিত্তি করে লেখা হয়েছে। বইটি সে বছর নিউ ইয়র্ক টাইমসের বেস্টসেলারের তালিকার শীর্ষে ছিল।      

ক্লার্কসন পটার জানিয়েছে, মিশেল ওবামার নতুন বইয়ে জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা এবং অনিশ্চয়তা, বাধা ও আত্ম-সন্দেহের মুখে নিজেকে কীভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে তুলে ধরা হয়েছে।   

মিশেল, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী। ২০১৮ সালে তার লেখা স্মৃতিকথা ‘বিকামিং’ ব্যাপক জনপ্রিয়তা পায়। এটি বেস্টসেলার বই ছিল। ২০২২ সালে তিনি ননফিকশন বই ‘দ্য লাইট উই ক্যারি’ প্রকাশ করেন।  

সূত্র: কিরকাস