পোস্টস

কবিতা

জুলাইয়ের শহীদ-স্মরণে

২ আগস্ট ২০২৪

শায়খ মোহাম্মদ আবু তাহের

 

জুলাইয়ের সব শহীদের নাম—আমি জানি না

জানি না কতটা সাহসী হলে

রক্ত-মাংসের মানুষ বুক পেতে দেয়

স্বৈরাচারের বেপরোয়া বুলেটের সামনে

জানি না কতটা নিঃস্বার্থ হলে 

নিশ্চয়তার জীবন ছেড়ে

আমারই মতন দেখতে মানুষেরা

দানবচক্র ভেঙে-চুরে, নেমে পড়ে রাজপথে

আমি কেবল জানি, 

তোমাদের রক্তে ভিজেছে যে দেশ, তার মাটি

কখনোই হবে না কোনো অত্যাচারীর ঘাঁটি

তোমাদের পবিত্র সমাধি—নির্ঘুম জেগে রয় নিরবধি

প্রলয়ের দীর্ঘ রাতে যেন—অনির্বাণ আলোর দিশারী