Posts

বাংলা সাহিত্য

'একটি কবিতার জন্য মরবো আমি'

August 2, 2024

মোঃ জসিম উদ্দীন গাজী

124
View

'একটি কবিতার জন্য মরবো আমি'

আমি হয়তো একটি কবিতার জন্য মরবো
সঙ্গোপনে মরবো,
বা গুপ্তচর ঘাতকের হাতে মরবো
কেউ হয়তো জানবেনা কোন কবিতার জন্য মরবো-
কেন মরবো!?

কবিতা মুক্ত করে যত কালো যাদু- মুখোস খোলস
করে অসাধু ভেতরের দানব বন্য মানসটাকে টেনে নিয়ে
ভের করে দেয় 
নিষিদ্ধ পাড়ায় শহরে দাবনলের বেষ্টনী গড়ায়
ফুঁৎকার সিঙ্গা বাজিয়ে পতিত- বেশ্যার দালাল দলের মাথা বিগড়ে, ছত্রভঙ্গে তুপান তুলে দেয় হায়নার বুকে

কবিতা মুক্ত করে পরাধীনতা, মুক্ত করে অসমতা
কবিতার নির্যাসে মুক্তি মেলে মানস্য ব্যাধের
মনের যত কূরোগ-ভ্রষ্টা চেতন

কবিতার অবিনশ্বর সত্তা প্রজ্জ্বলিত প্রখর আলোতে
দ্বিক হারায় মিথ্যা-অহমিকা-ক্রোধ-আক্রোশ গুষ্টি 
সুগম করে জীবন গতি,কবিতা ছড়ায় পবিত্রতা সুদ্ধতা
পরিচ্ছন্নতা, তাড়ায় মননের হীনতা আধার কালিমা- দুর্বলতা

তাহলে আমি একটি কবিতার জন্য মরবো কেনো?
কবিতার সেই শব্দ চরণেই আমি মরবো--
যা আমি লিখবো বলে লিখতে পারিনি এই দায়ের
শিখলেই অবরুদ্ধ হয়ে তিলে তিলে করুন মৃত্যু হবে আমার, নয় তো কেউ মৃত্যু ঘটাবে

আমি হয়তো এক দিন লেখেই পেলবো সেই কবিতা 
যার জন্য আমি মরবো লেখবার নিদারুণ নিষ্ঠুর অপরাধের, ফাঁস পড়বে আমার গলায়, নির্বাসন হবে আমার, 
জানি না তা লিখবো কিনা-এত নির্ভীকতা স্পর্ধা হয়ছে তো আমার?

হয়তো না লিখেই মরবো- বুড়ো হয়ে মরবো, না হয় যখন তখন খুব স্বাভাবিক মৃত্যুই হবে আমার 
তবু আমার কেন যেনো মনে হয় আমি মরবো একটি কবিতার জন্যই, 
লিখতে পারা বা লিখতে না পারার করুণ স্নানিমা-শোখ
-বিলাপ-মত্ত- মত্তে আমি মরবো

Comments

    Please login to post comment. Login