Posts

বাংলা সাহিত্য

শোকাবহ আগস্ট-জুলাই চব্বিশ'

August 2, 2024

মোঃ জসিম উদ্দীন গাজী

202
View

'শোকাবহ আগস্ট-জুলাই চব্বিশ'

মুজিবের বুকের পবিত্র রক্ত দেখলো বাংলা-চব্বিশে!  
বুক বুলেট গিলে কি করে লুটিয়ে পরতে হয়-অভয়,
আগস্ট এলো ফিরে জুলাইয়ে রক্ত-বিশীর্ণ হয়ে,
-সাঙ্গ করে পবিত্র হুংকার নিস্তব্ধ করে
রণাঙ্গ করে মৃত্যু বীণা বাজিয়ে রাঙালো
আকাশ সিঁদুর লাল পশ্চিম দিগন্ত,রক্ত রাঙ্গা হলো
মাঠি পান্তর হতে পান্তর
ঘাতক চক্রের  মস্তিষ্কে খেলা করে এক ধ্বংস  নেশা, 
মেধাবীর গলা কাটা- বলিষ্ঠ হুককার থামিয়ে দেয়া,
থামানো হলো আগস্ট রক্ত প্রবাহে,
কালো অধ্যায় রচিত হলো, বাঙালির মস্তক কতল হলো
ভাংলো মেরুদন্ড, 
জুলাই চব্বিশের রক্তে-নির্ভীক নিঃশঙ্ক বীরদের নেশা ছিলো
মৃত্যু কাপনে কপলে মুক্ত অধিকার ন্যায়ে আদায়ে
ঘরে ফিরবে
না হয় হাসবে আর মরতে হয় মরবে
তাই যেন হলো  'আগস্ট আর জুলাই চব্বিশ' 
এরা কতটা ভয়শূন্য শঙ্কাশূন্য হলে পরে বন্দুকের
নলের মুখে
বুক চিতিয়ে সিংহনাদ গর্জনে কম্পন সৃষ্ট করে
ঘাতকের বুকে
না করে পরোয়া শঙ্কা-অন্তর্ধান রণে 
কতটা শক্ত পায়ের গোড়ালি শেকড়!
কতটা হিম্মত হৃদয় পাঁজরে! 
কাপুরষ নয় এই জাতীয় তার প্রমান দেয় দুর্বার-অর্ন্তদ্বার
এই সূর্য সাহসী বাঙাল
কালো -আগস্ট কালো-জুলাই চব্বিশ'ওমনি তারা

Comments

    Please login to post comment. Login