এত বিদ্বেষ চারপাশে এত ক্রোধ!
জবাব দিতে হবে নেবো প্রতিশোধ?
আমি নাহয় অন্য পথ দেখে নেবো
এই মানস বুকে আঘাত কি করে দেবো?
এত হিংসা জাতে বর্ণে-তুব সাম্যতা চাই
মানুষরে দেবার-প্রেম ছাড়া কিছুতো নাই
আমা পৃথক করেছে এসমাজ-গোত্র-জাত
তবুও আমার প্রেম আছে নাও তা তোমরা
একজীবনে কি আক্রোশে-আক্রন্ত হব?
এই টুকু প্রাণে কি বিদ্বেষে নীল করবো?
আমি প্রেমের দাসত্ব করি-ঘুমিয়ে থাকি
প্রবঞ্চনা নিয়ে,মাথায় বালিশ করে রাখি
আমি আবেগ আক্রোশ কে পূজো করি
আমার ভেতর মানুষে আক্রোশ আঁকড়ে ধরি
তুবও আমি অসম্য চাইনা কোন কিছুতেই
তোমরা আমায় ডুবাবে তো?তব আমি হাসবই
ক্রোধের লেনদেনে দির্ঘশ্বাস নেই এই সংসার
কেবল বুঝবার শেখবার আছে তা দেখবার
আক্রোশে চিৎকার করিনা আমি-ক্রন্দনও নয়
ঘৃনা বিমুখ করিনা কাউরে এতেই আমার জয়
আক্রোশে ভেতরে নিজেকে জখম করি বটে
তব তা সারিয়ে উঠাই দুর্লভ চিত্ত প্রাণ তটে
ক্রোধ কে সাথে লয়ে ডুব দেই গভীর গহনে
ক্রোধ-ঝড়োহাওয়া না লাগে যেন অন্য জীবনে
54
View