Posts

নিউজ

বুকারের লংলিস্টে লিবিয়ান লেখক হিশাম মাতারের উপন্যাস ‘মাই ফ্রেন্ডস’

August 2, 2024

নিউজ ফ্যাক্টরি

150
View

চলতি বছরের বুকার প্রাইজের লংলিস্ট বা দীর্ঘ তালিকা ঘোষণা করা হয়েছে। ৩০ জুলাই বুকারের ওয়েবসাইটে এই তালিকায় স্থান পাওয়া ১৩ জন লেখক এবং তাদের বইয়ের নাম প্রকাশ করা হয়েছে। এবারের লংলিস্টে জায়গা পেয়েছে ব্রিটিশ-লিবিয়ান লেখক হিশাম মাতারের বই ‘মাই ফ্রেন্ডস’। 

হিশাম মাতার দ্বিতীয়বার বুকার প্রাইজের জন্য মনোনীত হয়েছেন। এর আগে ২০০৬ সালে তার প্রথম উপন্যাস ‘ইন দ্য কান্ট্রি অব মেন’ মর্যাদাবান এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছিল।    

‘মাই ফ্রেন্ডস’ ব্রিটেনে বাস করা লিবিয়ার দুই জন শিক্ষার্থীর কাহিনী। লিবিয়ায় বিপ্লব শুরু হওয়ার পর দুই বন্ধু লন্ডনে থাকবে নাকি স্বদেশ পুনর্গঠনে ফিরে যাবে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়।    

এবার বুকারের লংলিস্টের জন্য ছয় জন মার্কিন লেখকও মনোনীত হয়েছেন। এদের মধ্যে পার্সিভাল এভারেটের নাম রয়েছে। তিনি ২০২২ সালে ‘দ্য ট্রিস’ এর জন্য এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিলেন।       

১৬ সেপ্টেম্বর এই লংলিস্ট থেকে ছয়টি বইয়ের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। ১২ নভেম্বর লন্ডনে বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। তিনি ৫০ হাজার পাউন্ড (প্রায় ৬৪ হাজার ডলার) এবং আইরিস নামে একটি ট্রফি পাবেন। আইরিশ-ব্রিটিশ উপন্যাসিক আইরিস মারডকের সম্মানে এই ট্রফির নামকরণ করা হয়েছে।   

উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে বুকার প্রাইজ দেওয়া হচ্ছে।  এর আগে ‘মিডনাইটস চিলড্রেন’ এর জন্য সালমান রুশদি, ‘দ্য রিমেইনস অব দ্য ডে’ এর জন্য কাজুও ইশিগুরো মর্যাদাবান এই পুরস্কারটি পান। 

সূত্র: দ্য ন্যাশনাল, কিরকাস 

Comments

    Please login to post comment. Login