Posts

চিন্তা

তুমি তো বিসিএস ক্যাডার পাত্র চেয়েছিলে। হুম। — আজ আমি বিসিএস ক্যাডার। আজ তোমার আপত্তি কিসের? (Premium)

August 3, 2024

অনুভব

0
sold
।— তুমি তো বিসিএস ক্যাডার পাত্র চেয়েছিলে। হুম।
— আজ আমি বিসিএস ক্যাডার। আজ তোমার আপত্তি কিসের?
— জানি না।
— তখন আমার ক্যারিয়ার ছিলো না বলে ব্রেকআপ করেছিলে। তোমার বাবার পছন্দের পাত্র কে বিয়ে করতে রাজি হয়েছিলে। তাহলে বিয়ে করো নি কেন?
— তোমার কাছে জবাবদিহি করতে আমি বাধ্য নই।
— জবাবদিহি করতে হবে না। আমাকে কেন গ্রহণ করবে না সেটা বলো।
— সেটাও বলতে আমি বাধ্য নই।
— অবশ্যই তুমি এটা বলতে বাধ্য। তখন আমাকে রিজেক্ট করার কারণ বলেছিলে। কারণ শুনে আমি চুপ হয়ে গিয়েছিলাম। আজও উপযুক্ত কারণ বলতে হবে। 
— তখন ব্রেকআপ করার পরও আজ আবার কেন এসেছো আমার কাছে? আমাকে ছোটো করার জন্য?

This is a premium post.

Comments

    Please login to post comment. Login