'ষোল-জুলাই-আবু সাইদ মৃত্যু নিলো'
'যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন'-আবু সাইদ,
তারপর সে মৃত্যুই বেছে নিলো-তবুও যদি এই কপাল পোড়া জাতির মেরুদন্ড সোজা হয়,এই পথ না দেখা ভাগ্যহীন বাঙালির পথের দিশা মিলে...
মানুষের মুক্তি মেলে- অনিশ্চিত অন্ধকার আলোর দেখা পায়,যদি অধিকার-ন্যায় পায় আমাদের জন্য -এই লাল-সবুজ মানচিত্রকে ভাসিয়ে দিয়ে গেলো দেহের পবিত্র রক্তে
তরুণ-তারুন্য কতটা অকুতোভয় হতে পারে কতটা জ্বলতে পারে, মানুষের অধিকারে কতটা উন্মাদ হতে পারে, একটা মৃত্যু, একটা দেশ মুক্ত, আঠারো কোটি মাজলুম জনতা মুক্তি,-হতে পারে কথা বলবার- - 'এটা আমার' সাহাস ফিরে পাবার-- এই দৃষ্টান্তই বুনে গেলো 'আবু সাইদ'
তোমাকে মনে রাখবে মানুষ,-দেশ,কোটা আন্দোলন
স্মারক হয়ে তোমরা থাকবে জনতার স্লোগানে,
চা শপে ঝড় উঠবে তোমার বীরত্ব-প্রাণ বিসর্জনে,
তোমার মৃত্যু হবেনা শতক শতক পর
বেঁচে থাকবে একাত্তরের চেতনা হয়ে যেন
যেন পরাধীনের প্রাচীর ভাঙা চেতনা হয়েই থাকবক
প্রাপ্য প্রাপ্তি ন্যায় প্রতিষ্ঠা চেতনায় থাকবে 'আবু সাইদ'
62
View