পোস্টস

চিন্তা

বৈষম্যবিরোধী আন্দোলন সবার কারণ দুর্বৃত্তের দেশে দুর্বৃত্ত বাদে সবাই সংখ্যালঘু

৩ আগস্ট ২০২৪

শায়খ মোহাম্মদ আবু তাহের

রাষ্ট্রীয় হিসাবে যারা সংখ্যালঘু তারা অনেকেই আওয়ামীলীগকে বন্ধু মনে করেন। নির্বাচন যখন প্রহসন ছিলোনা তখন হয়তো “সংখ্যা” হিসাবে তাদের একটা গুরুত্ব ছিল আওয়ামীদের কাছে, কিন্তু এখন সেইটাও নাই। কাজেই এই বৈষম্যবিরোধী আন্দোলন সবার। আসলে দুর্বৃত্তের দেশে আপনি আমি সবাই সংখ্যালঘু।