Posts

বাংলা সাহিত্য

ঘুমন্ত চেতনা

August 3, 2024

মোঃ জসিম উদ্দীন গাজী

66
View

 

আত্মচেতনায়- নিজেকে চেনায়-
আমরা তো নিজেকে চেনলামনা?
স্ব-স্ব-মনের ধর্ম-দর্শনের পথ দেখায়-
আমরা তো কোন পথের দেখা পেলামনা?

চেতনের ধর্ম-পৃথীবির সকলেরই এক--
দম্ভ পুষে  কি করে চেতনের গান গাই?
আমার ঘৃহে অসহায়- খাদ্য- বস্র-ন্যায়
অনুনয় করে-আমি চেতনার বইয়ে মগ্ন
থেকে নিজেকে অচেতন রাখি-ঘুমন্ত চেতন

আত্মমাত্রিকতা-সমাজ- সংগঠন-এত
সক্রিয়-তবো বোধ হয় না আমাদের-
তেলকে দেই তেল- প্রভুদের প্রাণাম--,
অবিত্তদের চোখ রাঙা- কটুবাক্য তিরস্কার

আমার চেতনায় খুব অহমিকা ভর করে
মস্তিষ্কে-তাই ভালো লাগে সমাজের
মলিন মুখ,ভালো লাগে প্রতিবেশীর অশ্রু
চেতনার মুখোগল্পে তৈরি হয়ে বিভাজন- বৈষম্য
বাস্তব চেতনের বিকাশ যেন  বিস্ময়কর---

চেতনা লালনে এত পরিপাক- তবু ঘৃনা-
সমাজ বিদ্বেষ মানবতায় এত আধিপাত্যবাদী
ঘুমন্ত চেতনায় আমাদের নির্বোধ করে রাখেই
চেতনাবাদীর একচোখা  কেতন -- সমাজিক
অমীমাংসিত কোন দ্বন্দ্ব সরল সমাধান
খোঁজেনা-একটা পক্ষ অবলম্বন করে--
         নিজেদের প্রভু ভাবে

     সুদ্ধচেতনায় বিভাজন অবসান গঠায়
কিন্তু নামের চেতনাবাদীরা উপহাসে হাস্য রসে থাকে
তারা রক্ত দেখতে চায়, আলাদা রাস্তায় চলতে দেখতে চায়-
পরস্পর-বাদী-বিবাদীদের ,-- শত্রুতে দেখতে চায়,
   এমন চেনতে নিশানে চিত্তঞ্জন হয় আমাদের

Comments

    Please login to post comment. Login