পুরাতনে কাগজের স্তুপে অতিতের চিঠি যেভাবে পড়ে থাকে
সেভাবে কি আমিও পড়ে আছি তোমার ব্যস্ততার মাঝে
নাকি ঘর পরিস্কার করার সময় যেভাবে হঠাৎ দেখে একটু থেমে চোখ বুলিয়ে ফেলে দাও
সেভাবেই কি আমিও পড়ে গেছি টোকাইয়ের ব্যাগে হয়ে গেছি কাগজের ঠোঙা।
পুরাতনে কাগজের স্তুপে অতিতের চিঠি যেভাবে পড়ে থাকে
সেভাবে কি আমিও পড়ে আছি তোমার ব্যস্ততার মাঝে
নাকি ঘর পরিস্কার করার সময় যেভাবে হঠাৎ দেখে একটু থেমে চোখ বুলিয়ে ফেলে দাও
সেভাবেই কি আমিও পড়ে গেছি টোকাইয়ের ব্যাগে হয়ে গেছি কাগজের ঠোঙা।