'আমার বিলাসিতা'
আমার বিলাসিতা---মায়ের হাসি মাখা মুখ,
মুছে দেয়া বাবার জীবনের কিছু উদ্বেগ,
মায়ের হাতের নুন ভাত,- ঘুমাতে যেতে হাক-ডাক!
ধর্ম-কর্ম- হিসাব-নিকাশ খামখেয়ালিতে বাবার গোমড়ামুখ, ---এটাই আমার বিলাসিতা
বারান্দাতে বসে থেকে মগ্ন বইয়ের পাতায়, এককাপ চা'য়ের তৃষ্ণানা খুব করে পাওয়া
চা'য়ের মগে চুমক দিয়ে-সবুজ ঘাসের মাঠ
নীল আকাশ দেখা
উড়তে দেখা পাখী ডানা মেলে দূর দিগন্ত দূর,
মৃদু হাওয়ায় দোলতে দেখা- ছোট্ট পাখির নীড়
--এই আমার বিলাসিতা
আমার বিলাসিতা---উঠানে নামা কবুতরের দল ভর
দুপুর শৃঙ্গারাদিতে দেখা
চড়ইয়ের যাওয়া আসা-যেথা সেথায় বসে নিজের পালক পরিচর্জা করতে দেখা।
কৃষকের নিপুণ হাতে ফসল সোনালী পান্তর দেখা।
সেদ্ধ ধানের ভাপসা গন্ধ নেয়া--এমনি আমার বিলাসিতা
আমার বিলাস --- বেগমের গোমড়া মুখ-ঘ্যান ঘ্যান করা,
দুখ-সুখ আয়-ব্যায় সঞ্চয় বাদ দিয়ে প্রতিবেশী দের অন্ন পৌঁছে দেয়া,
আমার বিলাস -পড়ে যাওয়া মানুষটিকে টেনে ধরা
ঝিমিয়ে যাওয়াকে জাগিয়ে তোলা,
চুপসে যাওয়া মুখে একটু হাসি পোটা
এমনই আমার বিলাসিতা -- আমি একদিন পড়নের রঙিন পোশাক- দামী আসবাব, অর্জিত সম্পদ, চেনা জানা মানুষ সব রেখে একটু সাদা কাপনে মুড়িয়ে মাঠি চাপা হবো কবর গহ্বরে বা চিতা দাবানল দহনে
--এইটুকুই আমার বিলাসিতা