পোস্টস

কবিতা

আন্দোলন ২৪

৪ আগস্ট ২০২৪

তুহিন উদ্দিন রনি

বলা হলো, কবিতা লিখতে দাও।
তুমি কেড়ে নিলে কলমের কালি।
চাইলো ন্যায্যতা মেধার উপর,
তুমি দিলো দেশদ্রোহিতার বোঝ।

কলোষিত মন নিয়ে সবাই কাতর
তুমি বারবার মুখ বাকালে। 
অসহায় হয়ে নিজের বুক পাতলো,
তুমি ঝাঝরা করলে সেই বুক।

যখন বাঁধ গেলো ভেঙে, 
বুক হলো খালি। 
তুমি করলে প্রহসন, 
মিথ্যে বিলাপ কতক 
ইটপাথরের দোহাই দিয়ে।

বুকের সাহস হলো শূন্য,
গেলো মৃত্যুর ভয় সরে।
তখন মুখ খুললো।
তোমার বানরের লাঠি 
গেলো ভেঙে এবার।

আকাশের মত মুগ্ধ হয়ে,
মেলে দিলো পাখা। 
এদের হৃদয়ে লেগেছে আশা
স্বাধীনতার।

তোমার নাম ধরে জনসম্মুখে 
যেখানে দু'দিন আগেও হত
তোমার লীলার পূজা।
তোমার বিরুদ্ধে উঠলো ধ্বনি।
"ভুয়া, ভুয়া" স্লোগানে 
ফ্যানাময় জনতার মুখ।
একটা রিকশাওয়ালা এলো
কয়েক ক্যারেট পানি নিয়ে। 
সবাই জানে তোমার অত্যাচার।

তুমি আজ জনসম্মুখে ফাঁস,
লুকোয় না কিছু আর। 
বারবার সবাই তোমার পতন চায়।
এটাও কি হওয়ার ছিলো?
হয়তোবা,
হয়তো, নয়। 
কিন্তু, হলো। 
তোমার সব সম্মান ছুঁড়মার হলো।
ইকারাসের মতন,
তোমারও পতন এলো।
মানুষের মনে, চোখে।

~
০৩ আগস্ট, ২০২৪।
কেন্দ্রীয় শহীদ মিনার।