পোস্টস

কবিতা

শহীদের রক্ত

৪ আগস্ট ২০২৪

ডাঃমোঃ তরিকুল ইসলাম

মূল লেখক ডাঃমোঃ তরিকুল ইসলাম

শহীদের রক্তে রঞ্জিত হাত,  বঞ্চিত অধিকার 
ঝেকে বসেছে অত্যাচারীরা,  শোষণের হাতিয়ার! 
শির ভেঙেছে জাতির আজ, খামচে ধরেছে শকুন!
ক্ষুধার্ত বুকে লাথি মেরেছে,  অন্ন চাওয়াই কি ভুল?

সিন্ডিকেটের উৎসবে মেতেছে, চাটুকার  দলছুট 
ভিক্ষা করে অন্ন এনেছে , শ্রমিক  দিনমজুর! 
চাটার গোষ্ঠী চেটে খেয়েছে,  সোনার বাংলার বুক
গিলে খেয়েছে আমার বাংলার অবশিষ্ট যতদূর!
মুষ্টিমেয় সুবিধা ভোগে, জনতা মরে পচে
এ কেমন স্বাধীনতা বল এনেছি যুদ্ধ করে!
যুদ্ধ ছিল বৈষম্যের বিরুদ্ধে, জয়ের চেতনায়!
যুদ্ধ  শেষে বৈষম্য কেন সোনার বাংলায়?

বীরের সম্মান নষ্ট করেছে, অতিরঞ্জিত করে
দালাল চাটুকার সুবিধা পেয়েছে, বীরের কথা বলে
কতকাল আর শোষণ যাবে সোনার বাংলায় চলে?
বীরেরা আবার জেগে উঠিবে, শোষণ ঘুচিবে অচিরেই!  

 

ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 
তারিখঃ১৮/০৭/২৪, ৮.২০ AM