পোস্টস

কবিতা

বিজয়ের জয়গান

৪ আগস্ট ২০২৪

ডাঃমোঃ তরিকুল ইসলাম

মূল লেখক ডাঃমোঃ তরিকুল ইসলাম

বাতাসে বারুদ,  রক্তে উল্লাস
বীরের রক্তে রঞ্জিত রাজপথ ,মানবতার মুক্তির শপথ!

বঞ্চনার  অবসানে ,   বিজয়ের জয় উদ্যানে
শোষণের যে টেনেছে লাগাম,  তারুণ্যের জয়গানে
আজ বাতাসে বারুদ, রক্তে উল্লাস

জুলুম-নীপিড়নে ভুগেছে জনে জনে
শোষণে চামড়া হয়েছে বিবর্ণ রঙে
যুগ-যুগান্তরে পেয়েছে গন্ধ,  বারুদের গন্ধ 
তবু মুখে ফুটেনি প্রতিবাদের উচ্চকন্ঠ! 
রক্তে আসেনি উল্লাসের ধ্বনি, বজ্রধ্বনি

জ্ঞানপাপী ঝেকে ধরেছে,  হায়েনার মত ভাগ বসিয়েছে, 
সবুজ মায়ার বুকে! 
মুখে ফুটেনি ধ্বনি,   প্রতিবাদ ধ্বনি! 
অন্যায় দেখেনি চোখে, চশমা পড়েছে সাতরঙে  মিশে

বোবা কান্নায় কেঁদেছে সমাজ, ভারী বাতাসে রুদ্ধ  আঁধার 
বারুদের গন্ধে মোহ মোহ চারপাশ,  ভীত হুংকারে স্তব্ধ সমাজ!

প্রাণ ভয়ে!  কেহ স্বার্থলোভে নিশ্চুপ বধির সেজে
জয়গানে! শোষকের জয়গানে ব্যস্ত প্রাণ পণে!

তারুণ্যের উত্থান দেখিয়েছে জয়গান, বিজয়ের উদ্যান
বারুদের গন্ধে মিশেছে রক্ত মাখা স্লোগান 
আজ রক্তে উল্লাস, রক্তে উল্লাস

স্বাধীনতা এসেছে ফিরে, জ্ঞানপাপীদের ভিড়ে!
মূল্য দিয়েছে তরুণ প্রাণ, ভুলিবে কেমনে! 
আজ বিজয়ের উল্লাস,  বিজয়ের উল্লাস।

 

ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 
তারিখঃ ১৯/০৭/২০২৪, সময়ঃ ১১.৪০ PM