Posts

চিন্তা

মনের টুকরো অভিব্যক্তি

April 28, 2024

Naurin Chemon

Original Author বিনতে মাহবুব

206
View
ওই চাঁদটা যেমন বিশাল আকাশটাতে একাই সুন্দর,দু:খ বিষয়টাও ঠিক নিজের মনের আকাশে রাখার মাঝেই সুন্দর। 

আমার হাসি, আমার আনন্দ সেটা নাহয় সবাই দেখুক।আমার ভেতরকার কষ্টটা একান্ত নিজের মনের কুঠুরিতেই যত্নে থাকুক।আমার মনের ঘরে ঘুরতে যাব,অবসরে আমার একান্ত দু:খ নিয়ে বিলাসিতা করব,আনমনে মন খারাপের বিলাসিতার পাশাপাশি একটু চোখের জল ও নাহয় ফেলব।এরপর চোখের জল মুছে ফিরে আসব বাস্তবে।মাঝে মাঝে পুরানো দু:খ নিয়ে একান্তে দু:খ বিলাস করতেও মন্দ লাগেনা।কেউ আমার দু:খ না জানুক,আমার দু:খ জানুক শুধু আমার মন।

Comments

    Please login to post comment. Login