সাদাসিধে ছিমছাম গরনে
বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া ছেলেটি ,
আকাশে বাতাসে কানে কানে
রিদয় কাঁপিয়ে ভাসে গো দুনয়নে ।
হাজার হাজার সহপাঠীদের ড়িড়ে
মৃত্যুকে জয়ে করে
দৃঢ় ব্যক্ত যেন অবিচল নিজেকে ।
কোটা বৈষম্য কারি আন্দোলনে
রাজপথে হাজার হাজার ক্ষুধার্ত সহপাঠীদের, তৃষ্ণা মেঠাতে, প্রাণ পণ আাকুতি
কানে ভাজে গো
পানি লাগবে কারোর পানি ?
ধোঁয়া আচ্ছন্ন সড়কে
পানি ভর্তি বাক্স আর বিস্কুটে ,
ছুটে চলেছ অভিরাম স্রোত ধারায় ।
খুলনা বিশ্ববিদ্যালয়ে গনিতে স্নাতক শেষে
এমবিএ পড়ে স্বপ্ন ছিল উচ্চ শিক্ষা নিতে
পাড়ি দিবে দেশের বাইরে ,
কোন এক বিদেশি বিশ্ববিদ্যালয়ে ।
কোটা সংস্কার আন্দোলনে উত্তরায়
হিংস্রতার থাবায় নরপশুরা মিলে
১৮ই জুলাই তোমাকে হারিয়ে
নিজেকে মুগ্ধতায় ছড়িয়ে
শোকে মুহ্যমান দেশের সবে।
তোমারই জীবনে এই কয়টা বছরে ?
কখনো খেলোয়াড়,
কখনো গায়ক ,
কখনো গিটারিস্ট ,
দক্ষ সংগঠক করে
ফ্রিল্যানসার হয়ে
সুনামে সুনামে নিজেকে ছাড়িয়ে
সবার আদরে মুগ্ধ হয়ে
ছিলে গো সবার রিদয়ে।
প্রিয় বিশ্ববিদ্যালয়ের পরিচয় পত্রটি
সবুজ ফিতায় বুকে ঝুলছিল তার ,
কপালে গুলির স্পষ্ট চিহ্ন !
হাতে অবশিষ্ট বিস্কুট আর পানির বোতল
চোখ দুটো বড় বড় করে লুটায়ে মাটিতে
মীর মাহফুজুর রহমান মুগ্ধ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল ।
নিজেকে সঁপে হারিয়ে ওপাড়ে !
আকুতি আমার আল্লাহতে !
জান্নাতে নবিজীর সাফায়েতে,
হাউজে কাউসার নসিব হয় যেন কপালে ।
৪টা আগষ্ট ২০২৪ ।