পোস্টস

কবিতা

রক্তখেঁকো ২৪

৪ আগস্ট ২০২৪

তুহিন উদ্দিন রনি

এই পিপাসী, রাক্ষসী মা
কীসের ক্ষুধা কীসের তেজ?
রক্ত খাবি গ্যালন গ্যালন
রক্তে না হয় শরীর ভেজ।

হাজার হাজার শরীর এলো
তবুও ক্ষুধা মিটলো না?
আর কত রক্ত পেলে
তোর ক্ষুধা গুছবে মা?

 

একে একে বারেবারে 
তোর ছাওরা গেলো রে।
হাজার মায়ের বুকটা ফেড়ে 
রক্ত নেশা বোজায় তোরে।

রাক্ষসী মা, এই পিপাসী
নাচছে দেখ ওই পাগলা শিব।
রক্ত তাদের শরীরে নাই
স্বাধীন তাদের সফেদ জিহ্ব।

 

রক্ত খাবি রক্ত খা মা,
মুখের উপর ক্যান তোর হাত?
ভাষা কেড়ে হাতটা ধরে 
কীসের নেশায় আনিস রাত?

 

পিপাসীরে রক্তনাশী 
কীসের এত অহংকার? 
পড়া হয়নি ইতিহাসে
সেচ্ছাচারের ছুড়মার?

 

রক্ত খেয়ে রক্ত শুষে
করলি খালি ডর আর ভয়
এবার তবে দেখবি খেলা
মরা দেহে মুক্তি বয়।

~
ধানমণ্ডি ২৭। 
৪ঠা আগস্ট, ২০২৪।