আকাশে তাঁরা উঠে ঝড়ে যায় তব আবার উঠে রাতে
নদী তলিয়ে নেয় বসতবিটা তবো ভাসায় বালী চরতে
তুমিও এসো এই হাতটি ধরো-যেমন ফিরে উঠে তাঁরা
সব প্রতিক্ষা বিনাশ করে এসো তুমি হয়ে আলোধারা
অভিমানে আকাশও কাঁদে আবার রংধনু ছড়ায়
বাতাসের হাঘাতে ধ্বংস চলে পাখিদের বাসায়
তুব পাখি নীড় গড়ে পাতে সংসার নতুন সাথী লয়ে
তুমিও তেমন আসো সব দুঃখ নিজেই যাবো