আমার বিলাস ----মাঝে মাঝে একটা করে-অল্প কথায়
ম্যাসেজ দিয়ো, কেমন আছি জানতে চেয়ো,
কেমন বাঁচি বুঝতে চেয়ো, কেমন ঘুমাই জিগ্যেস করো,
বুকে কেমন কষ্ট বাজে শুনতে চেয়ো, নয়ন জলের
রঙ কেমন তা জানতে চেয়ো, আমি কোথায় বাস করি
তোমার মাঝে একটু খানি লিখে দিয়ো -অল্প কথায় ম্যাসেজ দিয়ো -- এটাই আমার বিলাস জীবন
This is a premium post.