সব বস্তি দূর্ঘটনায় আগুন লেগে সভ্যতার উঁচু দালানে আকাশ ছুয়ে যাবে। সভ্যতার পরিহাসে ট্রলার ডুবে ,ডুবিরে ডুবে কঙ্কাল হাতে আসবে।
গান ছুয়ে যাবে না মস্তিষ্ক , উন্মাদনায় হাসবে না বালিকার খোঁপায় ফুল। নিউরন বয়ে তবুও কেন যেন সব হয়ে উঠবে অনুভূতিহীন।
সব শূণ্য ,শূণ্যতায় পদদলিত কতশত গোলাপ ,কত শত বেলি ,কত শত রজনি-দিন।
আসলেই আমরা সবাই বিধস্ত আর কিছুটা ভঙ্গুর।